Home অর্থনীতি রাতেই আসছে ভারতের পেঁয়াজ, ৪০ টাকা কেজিতে বিক্রি করবে টিসিবি: বাণিজ্য প্রতিমন্ত্রী

রাতেই আসছে ভারতের পেঁয়াজ, ৪০ টাকা কেজিতে বিক্রি করবে টিসিবি: বাণিজ্য প্রতিমন্ত্রী

0
রাতেই আসছে ভারতের পেঁয়াজ, ৪০ টাকা কেজিতে বিক্রি করবে টিসিবি: বাণিজ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইস‌লাম টিটু‌ বলেছেন, আজ রোববার রাতের মধ্যেই ভারত থেকে প্রথম চালানে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ আসবে। এরপর শিগগির এ পেঁয়াজ টিসিবির মাধ্যমে প্রতিকেজি ৪০ টাকা দরে ঢাকা ও চট্টগ্রামে বিক্রি করা হবে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স’ সভা শেষে তিনি এ কথা বলেন।

প্রথম রোজা ও ১৮তম রোজায় বিভিন্ন ভোগ্যপণ্যে তুলনামূলক দাম উল্লেখ করে তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রেই দাম অনেক কমে গেছে। তাছাড় সব পণ্যের যথেষ্ট মজুত রয়েছে। তাই আগামীতেও বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, ভারত থেকে মোট ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির কথা রয়েছে। পর্যায়ক্রমে এ পেঁয়াজ আনবে সরকার। বাজারে বর্তমানে ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে মসলাজাতীয় এই পণ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here