Home খেলা আইপিএলের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে কলকাতা ও হায়দরাবাদ

আইপিএলের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে কলকাতা ও হায়দরাবাদ

0
আইপিএলের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে কলকাতা ও হায়দরাবাদ
ছবিঃ সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল আজ। রোববার (২৬ মে) চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।

এর আগে, প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদকে হারিয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নেয় শাহরুখ খানের দল কলকাতা। অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে ওঠে হায়দরাবাদ।

এদিকে, আইপিএল’র ১৭তম আসরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুই দলের স্কোয়াডে নেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে থাকা কেউই। অর্থাৎ যারা ভারতের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন তাদের কাউকেই আইপিএলের ফাইনালে মাঠ মাতাতে দেখা যাবে না। তবে বিশ্বকাপের রিজার্ভ খেলোয়াড় হিসেবে জায়গা করে নেয়া রিংকু সিং কলকাতা দলে আছেন।

প্রসঙ্গত, কলকাতা চ্যাম্পিয়ন হলে ১০ বছর পর শিরোপা জয়ের নজির গড়বে তারা। কেকেআর আগে দুবার চ্যাম্পিয়ন হয়েছে। হায়দরাবাদ জিতেছে একবার। ফলে, আইপিএল এবার নতুন কোনো চ্যাম্পিয়ন পাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here