Home সারাদেশ কাভার্ড ভ্যানের পেছনে গরুবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ২

কাভার্ড ভ্যানের পেছনে গরুবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ২

0
কাভার্ড ভ্যানের পেছনে গরুবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ইলিয়টগঞ্জ পুটিয়া এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে কুমিল্লাগামী গরুবোঝাই ট্রাকের ধাক্কায় উল্টে খাদে পড়ে গরু ব্যবসায়ী রাসেল (৩০) নামে এক যুবকসহ দু’জন নিহত হয়েছেন।

নিহত রাসেল মো. জামাল হোসেনের ছেলে। তার বাড়ি লাকসাম উপজেলায়। অন্য জনের পরিচয় পাওয়া যায়নি।

এ দুর্ঘটনায় দু’টি গরু মারা যাওয়াসহ ও পাঁচটির পা ভেঙে গেছে।

বুধবার (১২ জুন) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মনজুরুল আলম।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ঢাকা থেকে ১৭টি গরু নিয়ে কুমিল্লার লাকসামের দিকে যাচ্ছিল একটি ট্রাক। কোরবানির পশুর হাটে বিক্রির উদ্দেশে যাচ্ছিল তারা। ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। সংঘর্ষে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাক থেকে ছিটকে পড়ে গরুগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here