Home জাতীয় বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া

0
বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া
ছবিঃ সংগৃহীত

রেলমন্ত্রী জিল্লুল হাকিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। গতকাল রোববার বিকালে রেল ভবনে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রেলমন্ত্রী  মো. জিল্লুল হাকিম বলেন, ‘দক্ষিণ কোরিয়া আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে বিভিন্ন খাতে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কোরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

তিনি বলেন, ‘সৈয়দপুরে আমাদের একটি রেলওয়ে কারখানা রয়েছে এবং রাজবাড়ীতে আরেকটি আধুনিক  রেলওয়ে কারখানা নির্মাণ করা হবে। রেলওয়েতে আমরা নতুন কোচ, ইঞ্জিন সংগ্রহ করছি। নতুন নতুন লাইন নির্মাণ করা হচ্ছে, ব্রিজ নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়ন করা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে  দক্ষিণ  কোরিয়া এসব  ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে।’

রেল খাতে চলমান উন্নয়ন প্রকল্পে কোরিয়াকে বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা সম্পূর্ণ বাংলাদেশকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা করছি। রেল খাতের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বিভিন্ন  প্রকল্প হাতে নিয়েছি।’

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, ‘কোরিয়া বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে কাজ করতে আগ্রহী। আশা করি, রেল খাতসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here