Home বিনোদন ‘তুফান’ নিয়ে টালিতারকাদের উন্মাদনা

‘তুফান’ নিয়ে টালিতারকাদের উন্মাদনা

0
‘তুফান’ নিয়ে টালিতারকাদের উন্মাদনা
ছবিঃ সংগৃহীত

কলকাতায় ‘তুফান’-এর স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। মেগাস্টার শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফীর এ সিনেমাটি নিয়ে টালিতারকাদের মাঝেও দেখা গেছে তুমুল উন্মাদনা।

সংবাদমাধ্যম অনুযায়ী, দক্ষিণ কলকাতার সাউথ সিটি শপিং মলে ‘তুফান’-এর প্রিমিয়ারে হাজির ছিলেন বিক্রম চ্যাটার্জি, কৌশনী, বনি সেনগুপ্ত, মধুমিতা সরকার, ইধিকা পাল, অনিন্দ্য চ্যাটার্জি, দর্শনা বণিক, সৌরভসহ ওপার বাংলার এক ঝাঁক তারকা।

তারা তুফান দেখে ভালোবাসা জানিয়েছেন শাকিব খান সহ পুরো তুফান টিমকে।

প্রিমিয়ার শেষে সৌরভ সাংবাদিকদের বলেন, ‘দারুণ! আজ টালিউড পুরোপুরি মেতে উঠেছে তুফানের সিনে। তুফানের জন্য অনেক শুভকামনা। অসাধারণ হয়েছে।’

দর্শনা বণিক বলেন, ‘তুফানের জন্য শুভকামনা। খুব ভালো হয়েছে। বাংলাতে এমন অ্যাকশন ফিল্ম আরও হোক।’

কৌশনী জানান, ‘বাংলাদেশে কাজ করতে গিয়ে দেখেছি, ওখানকার মানুষ শাকিবকে রজনীকান্তের মতো ভালোবাসেন। শুনেছি সেখানে তুফান ব্লকবাস্টার হয়েছে। সিনেমাটি দেখে আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস, পশ্চিমবঙ্গেও তুফান সফল হবে।’

এদিকে ইধিকা পাল বলেন, ‘তুফান আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে শাকিবের প্রেজেন্টেশন। আমি ভাবছিলাম কত পরিশ্রমই না তিনি করেছেন। পুরো টিমকে অভিনন্দন। কলকাতার মানুষ তুফানকে বরণ করে নিক।’

শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের প্রায় অর্ধশত সিনেমা হলে মুক্তি পেয়েছে ব্লকবাস্টার হিট ছবি ‘তুফান’। সিনেমাটি একজন গ্যাংস্টারের গল্প নিয়ে নির্মিত, যেখানে নব্বই দশকের চিত্র তুলে ধরা হয়েছে। সেই সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়ে এগিয়েছে তুফানের গল্প।

যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ। শাকিব খান ও মিমি চক্রবর্তী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here