
ময়মনসিংহেও সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে ট্রেনযাত্রীদের মধ্যে। এর আগে টানা ১২ দিন বন্ধ ছিল জেলার এ গণপরিবহনটি।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৬টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে মোহনগঞ্জ লোকাল ট্রেনটি ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
এর আধা ঘণ্টা পর সকাল ৭টায় জারিয়ার উদ্দেশ্যে জারিয়া লোকাল ট্রেনটিও ছেড়ে যায়।
জামালপুর কমিউটার ট্রেন জামালপুর থেকে ছেড়ে ঢাকা গিয়ে আবার ফিরে এসেছে এবং দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকা গিয়ে আবার ফিরে এসেছে।
ময়মনসিংহ স্টেশনের সুপারিটেনডেন্ট মো. নাজমুল হক খান বলেন, ময়মনসিংহ স্টেশন দিয়ে মোট ২৭ জোড়া ট্রেন চলাচল করে। এর মাঝে চার জোড়া ট্রেন চালু হয়েছে। বাকি ২৩ জোড়া ট্রেন এখনও বন্ধ।
তবে এখন পর্যন্ত ময়মনসিংহ স্টেশন প্লাটফর্মে বিজয় এক্সপ্রেসসহ আরও আটটি ট্রেন অবস্থান করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।