Homeরাজনীতিপ্রবাসীরা ভোট দিতে পারবেন যেভাবে

প্রবাসীরা ভোট দিতে পারবেন যেভাবে

প্রবাসে বসবাসরত বাংলাদেশি ভোটাররাও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। তাঁদের ভোট দিতে হবে পোস্টাল ব্যালটে।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটার তালিকায় নাম আছে এমন ব্যক্তিদের মধ্যে দেশের কোনো জেলখানায় বা অন্য কোনো আইনগত হেফাজতে আটক থাকা ব্যক্তি, নিজের ভোটার এলাকার বাইরে অন্য কোনো ভোটকেন্দ্রে নির্বাচনসংক্রান্ত দায়িত্ব পালনে থাকা ব্যক্তি এবং বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটারেরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের ব্যক্তিদের কেউ ভোট দিতে চাইলে নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পোস্টাল ব্যালট পেপারের জন্য আবেদন করতে হবে। আবেদনে ভোটারের নাম, ঠিকানা এবং ভোটার তালিকায় তাঁর ক্রমিক নম্বর উল্লেখ করতে হবে। রিটার্নিং কর্মকর্তা কোনো ভোটারের আবেদন পাওয়ার পর অনতিবিলম্বে ওই ভোটারের কাছে ডাকযোগে একটি পোস্টাল ব্যালট পেপার এবং একটি খাম পাঠাবেন। ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার পাওয়ার পর নির্ধারিত পদ্ধতিতে ভোট দিয়ে ব্যালট পেপারটি তাঁর কাছে পাঠানো খামে ডাকযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। রিটার্নিং কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া ব্যালটের ফলাফল মূল ফলাফলের সঙ্গে যোগ করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন। এ বিষয়ে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনগুলো প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ভোটগ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন