Home বিনোদন ডিএমপির আমন্ত্রণে ঢাকা মাতাবেন অনুপম

ডিএমপির আমন্ত্রণে ঢাকা মাতাবেন অনুপম

0
ডিএমপির আমন্ত্রণে ঢাকা মাতাবেন অনুপম

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় আবারও ঢাকায় পারর্ফম করবেন। গাইবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯ বছর পূর্তিতে।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

ফারুক হোসেন জানান, জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজারবাগ পুলিশ লাইনে গান শোনাবেন। এরই মধ্যে শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মূলত আগামী ১ ফেব্রুয়ারি জনমানুষের সেবার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পা দিতে যাচ্ছে ডিএমপি। ওইদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান গাইবেন অনুপম। এ ছাড়া দেশের অন্যতম ব্যান্ড মাইলসও থাকবে। এর বাইরে একাধিক শিল্পীর গান পরিবেশনার কথা রয়েছে।

এদিকে গত ১৯ জানুয়ারি ঢাকায় এসেছিসেন দুই বাংলার জনপ্রিয় এ গায়ক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি রিল শেয়ার করেন অনুপম। তাতে ক্যাপশন দেন—‘ঝটিকা সফর ঢাকা।’

এ ছাড়া অনুপম বাংলাদেশের শিল্পী অর্ণবের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেন।

১৯৭৬ সালের ১৩ ফেব্রুয়ারি মাত্র ১২টি থানা নিয়ে ডিএমপির যাত্রা শুরু হয়। বর্তমানে ডিএমপিতে ৫৭টি বিভাগ ও ৫০টি থানা রয়েছে। একজন পুলিশ কমিশনার, ছয়জন অতিরিক্ত পুলিশ কমিশনার, ১২ জন যুগ্ম পুলিশ কমিশনার, ৫৭ জন উপপুলিশ কমিশনারসহ প্রায় ৩৪ হাজারের বেশি পুলিশ সদস্য কর্মরত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here