
কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় আবারও ঢাকায় পারর্ফম করবেন। গাইবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯ বছর পূর্তিতে।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
ফারুক হোসেন জানান, জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজারবাগ পুলিশ লাইনে গান শোনাবেন। এরই মধ্যে শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মূলত আগামী ১ ফেব্রুয়ারি জনমানুষের সেবার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পা দিতে যাচ্ছে ডিএমপি। ওইদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান গাইবেন অনুপম। এ ছাড়া দেশের অন্যতম ব্যান্ড মাইলসও থাকবে। এর বাইরে একাধিক শিল্পীর গান পরিবেশনার কথা রয়েছে।
এদিকে গত ১৯ জানুয়ারি ঢাকায় এসেছিসেন দুই বাংলার জনপ্রিয় এ গায়ক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি রিল শেয়ার করেন অনুপম। তাতে ক্যাপশন দেন—‘ঝটিকা সফর ঢাকা।’
এ ছাড়া অনুপম বাংলাদেশের শিল্পী অর্ণবের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেন।
১৯৭৬ সালের ১৩ ফেব্রুয়ারি মাত্র ১২টি থানা নিয়ে ডিএমপির যাত্রা শুরু হয়। বর্তমানে ডিএমপিতে ৫৭টি বিভাগ ও ৫০টি থানা রয়েছে। একজন পুলিশ কমিশনার, ছয়জন অতিরিক্ত পুলিশ কমিশনার, ১২ জন যুগ্ম পুলিশ কমিশনার, ৫৭ জন উপপুলিশ কমিশনারসহ প্রায় ৩৪ হাজারের বেশি পুলিশ সদস্য কর্মরত।