Home বিনোদন ২০২৫-এ নাকি বিয়ে, তার আগেই অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী!

২০২৫-এ নাকি বিয়ে, তার আগেই অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী!

0
২০২৫-এ নাকি বিয়ে, তার আগেই অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী!

ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা রায়। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন তিনি। প্রাক্তন স্বামী সুবান রায় এখন রুপালি পর্দা থেকে দূরে রয়েছেন। এরইমধ্যে গুঞ্জন রটেছে নায়িকা মা হতে চলেছেন!

বর্তমানে একটি কাজ শেষ করে তিনি অবসর নিয়েছেন কিছু দিনের জন্য। সম্প্রতি একটি ফটোশুটে তিয়াসাকে দেখা গেছে একটু অন্যলুকে। যেখানে অভিনেত্রীর চেহারায়, গড়নে ফুটে উঠেছে কোনো নতুন বার্তা। আর তাতেই নেটিজেনরা মন্তব্য করেছেন তিয়াসা বুঝি মা হবেন। তবে বাবার কোনো নামগন্ধ নেই।

তিয়াসা দুটি ধারাবাহিকে কাজ করেছেন যেখানে নায়ক ছিল নীল ভট্টাচার্য। তার সঙ্গে একটি রিলস ভিডিও শেয়ার করেছেন তিয়াসা। সেই ভিডিওতে দেখা গেছে, তিনি সাদা রঙের পোশাক পরেছেন। সেই ভিডিওতে অধিকাংশই মন্তব্য করেছেন তিনি কি মা হচ্ছেন? কারণ ‌ওই পোশাকে নাকি ফুটে উঠছে বেবিবাম্প লুক।

কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছিলেন, তিনি আগামী বছর বিয়ে করবেন। তবে পাত্র কে, সে বিষয়ে কিছু বলেননি তিনি। নিজেকে একটু গুছিয়ে নতুন জীবন সাজানোর পরিকল্পনা করছেন তিয়াসা। তবে মা হওয়ার কথাতো অনেক পরে। কারণ তার পোশাকের ডিজাইনের কারণে তাকে এমনটা দেখতে লেগেছে আর তাতেই কটু মন্তব্যের জোয়ারে ভেসেছেন অভিনেত্রী।

অক্টোবর মাসের আবহাওয়া সুন্দর থাকে বলেই ২০২৫ এর শেষ দিকটাই বিয়ের জন্য বেছে নেয়ার পরিকল্পনা করছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

তিয়াসা রায় ভারতীয় বাঙালি টেলিভিশন অভিনেত্রী। তিনি বাংলা টেলিভিশন ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে শ্যামার চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here