Homeজাতীয়রাষ্ট্রপতির কাছে স্পেনের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতির কাছে স্পেনের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নবনিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিসতিয়াগা ওচহোয়া ডি চিনচিত্রু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পর একটি চৌকস দল রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে।

নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ ও স্পেনের মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার ও অগ্রসরমান। তিনি বলেন, স্পেন বাংলাদেশের অন্যতম রপ্তানি গন্তব্যস্থল। তিনি বাংলাদেশে স্প্যানিশ বিনিয়োগের প্রশংসা করেন এবং স্প্যানিশ বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন স্থানে বিনিয়োগের আহ্বান জানান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে দুদেশের পারস্পরিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।

স্পেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি খুবই প্রশংসনীয়। এ সময় স্পেন ও বাংলাদেশের মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান রাষ্ট্রদূত। তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন