Homeসারাদেশঅক্টোবরে উদ্বোধন ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প: শিল্পমন্ত্রী

অক্টোবরে উদ্বোধন ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প: শিল্পমন্ত্রী

নরসিংদীর ঘোড়াশাল–পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের কাজ ৯৮ শতাংশ শেষ হয়েছে। দৈনিক দুই হাজার ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন কারখানাটি অক্টোবরের শেষদিকে পরীক্ষামূলক উৎপাদনে আসবে বলে জানান শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

আজ বুধবার প্রকল্প এলাকা পরিদর্শন ও সার কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের উদ্বোধন শেষে তিনি এই তথ্য জানান।

শিল্পমন্ত্রী বলেন, চলমান গ্যাসের সংকটের সমাধান শেষ করেই দেশের অন্যতম বৃহৎ এই সারকারখানার উদ্বোধন করা হবে। এটি উদ্বোধন হলে দেশের অভ্যন্তরের সারের ঘাটতি পূরণের পাশাপাশি স্বয়ংসম্পূর্ণ হবে। আগামী অক্টোবরের শেষদিকে সার কারখানাটি উদ্বোধনের কথা রয়েছে।

পরিদর্শনকালে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিকসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন