Homeজাতীয়ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল শুক্রবার (২২ মার্চ) থেকে বাসের অগ্রীম টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল থেকেই আন্ত জেলার সব বাস কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাবে। একই সঙ্গে যাত্রীরা অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘ঈদযাত্রায় যাত্রীরা যাতে বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কাউন্টার থেকে কিনতে পারেন, সে জন্য বাস মালিকদের পক্ষ থেকে মনিটরিং টিম কাজ করবে। বাসের কোনো টিকিট কালোবাজারি হবে না। কারণ বাস মালিকদের মনিটরিং টিমের সঙ্গে পুলিশ প্রশাসনও কাজ করবে। এ ছাড়া প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে।’

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন