Homeআন্তর্জাতিকমরক্কোয় ভূমিকম্প, জি-২০ সম্মেলনে শোকের ছায়া

মরক্কোয় ভূমিকম্প, জি-২০ সম্মেলনে শোকের ছায়া

মরক্কোর মধ্যাঞ্চলে স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্পে হতাহতের ঘটনায় জি-২০ সম্মেলনে শোক প্রকাশ করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শনিবার (৯ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জি-২০ এর শীর্ষ সম্মেলন।

স্থানীয় সময় সকাল ১০টার দিকে সম্মেলনস্থল ‘ভারত মণ্ডপম’-এ বিশ্বনেতাদের স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্বাগত বক্তব্যের শুরুতেই মরক্কোর ভূমিকম্পের ঘটনায় হতাহতদের প্রতি শোক জানান নরেন্দ্র মোদি। তিনি বলেন, আমরা এই কঠিন সময়ে মরক্কোর পাশে আছি।

ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মরক্কো। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ঘটা এই দুর্যোগকে মরক্কোর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে অভিহিত করেছেন দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট অব জিওফিজিক্সের প্রধান নাসের জাবুর। এছাড়াও দক্ষিণ-পশ্চিম মরক্কোর আল-হাউজ অঞ্চলকে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করেছে ন্যাশনাল ইন্সটিটিউট অব জিওফিজিক্স।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মরক্কোর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এতে কমপক্ষে ৬৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩২৯ জন।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল মারাকেশের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ১৮.৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটিকে আকস্মিক ও বিপর্যয় সৃষ্টিকারী বলে মন্তব্য করেছেন মারাকেশের বাসিন্দা ও সাংবাদিক নুরদ্দীন বাজিন।

তিনি আল জাজিরাকে বলেন, ‘আমরা দুঃস্বপ্নে ভরা এক ভয়ঙ্কর রাত কাটিয়েছি। আমরা এই ধরনের দুর্যোগে অভ্যস্ত নই।’

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন