
আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রোজায় কিছু অসাধু ব্যবসায়ীর অতি মুনাফার লোভে কষ্ট পাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। এ সময়ে অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম অতিরিক্ত বাড়িয়ে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (৩০ মার্চ) বিকালে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে পৌর ছাত্রলীগের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দরিদ্র মানুষের সেই কষ্ট লাঘব করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। তার প্রেক্ষিতে ছাত্রলীগের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এমন আয়োজনকে সাধুবাদ জানান তিনি। অনুষ্ঠানে তিন শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মন্ত্রী আরও বলেন, আমাদের সমাজে এখনো আমরা দারিদ্রের পরিমান শূন্যের কোটায় নামিয়ে আনতে পারিনি। আমরা শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাচ্ছি। কাজেই এখনো দারিদ্র ও নিম্নআয়ের মানুষ আছে। যাদের পাশে দাঁড়াচ্ছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।