Homeজাতীয়বান্দরবানে রুমার পর এবার থানচিতে দুই ব্যাংকে ডাকাতি

বান্দরবানে রুমার পর এবার থানচিতে দুই ব্যাংকে ডাকাতি

বান্দরবানের রুমা উপজেলার পর এবার থানচিতে সোনালী ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে থানচি বাজারে গুলি ছুড়তে ছুড়তে দোকানগুলো থেকে মোবাইল সেট ও নগদ টাকা কেড়ে নেয় অস্ত্রধারীরা। পরে সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে ঢুকে ক্যাশ কাউন্টার থেকে টাকা লুটতরাজ করে চলে যায়।

থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি আছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

স্থানীয় সূত্রগুলো জানায়, অস্ত্রধারীদের মুখে মাস্ক পরিহিত ছিল। তাদের পরনে নব্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’ এর অনুরূপ ইউনিফর্ম ছিল।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম আজ সংবাদমাধ্যমকে বলেন, ‌‘সোনালী ব্যাংকের থানচি শাখায় হামলার খবর পেয়েছি। পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে। তারা কাজ করছে।’

এর আগে গতকাল মঙ্গলবার বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে লুট করে কেএনএফ।

তখন পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র, মোবাইল, ব্যাংকের ভোল্টের সব টাকাসহ ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র বাহিনীরা। অপহৃত ব্যাংক ম্যানেজারের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।

আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈকত শাহীন, পুলিশের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান, সোনালী ব্যাংক চট্টগ্রাম বিভাগের জিএম ও মুসা খান।

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, স্থানীয়দের ধারণা এ ঘটনা নব্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ঘটিয়ে থাকতে পারে।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন