Homeঅর্থনীতিআদমজী ইপিজেডে ১ কোটি ২২ লাখ ডলার বিনিয়োগ চীনা কোম্পানির

আদমজী ইপিজেডে ১ কোটি ২২ লাখ ডলার বিনিয়োগ চীনা কোম্পানির

আদমজী ইপিজেডে গার্মেন্ট এক্সেসরিজ শিল্প স্থাপনে ১ কোটি ২২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা শিল্প প্রতিষ্ঠান মেসার্স চেরি বাটন লিমিটেড।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং চেরি বাটন লিমিটেডের চেয়ারম্যান মা মিয়েওইয়েন (জেসিকা) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপস্থিত ছিলেন।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, গার্মেন্ট এক্সেসরিজ শিল্প স্থাপনে ১ কোটি ২২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে মেসার্স চেরি বাটন লিমিটেড। শতভাগ বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বার্ষিক ১৬৫ কোটি পিস মেটাল বাটন, মেটাল জিপার, প্লাস্টিক বাটন, ভিসলন জিপার, নাইলন কয়েল জিপার এবং অন্যান্য এক্সেসরিজ যেমন আইলেট, রিভেট, স্টপার, ব্যাজ, বাকল, সাসপেন্ডার বাকল ইত্যাদি তৈরি করবে।

চেরি বাটন লিমিটেড জানায়, এই বিনিয়োগের ফলে ১ হাজার ৬৮ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার অর্থ বিভাগের সদস্য নাফিসা বানু, বিনিয়োগ উন্নয়ন বিভাগের নির্বাহী পরিচালক মো. তানভীর হোসেন প্রমুখ।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন