Homeআন্তর্জাতিকসুইজারল্যান্ডে ম্যারাথনে অংশ নিলেন বাংলাদেশের শিব শংকর

সুইজারল্যান্ডে ম্যারাথনে অংশ নিলেন বাংলাদেশের শিব শংকর

সুইজারল্যান্ডের ইন্টারলাকেনে ৩০তম আন্তর্জাতিক ম্যারাথন দৌড়ে অংশ নিলেন জার্মানির মিউনিখে বসবাসরত বাংলাদেশি প্রবাসী শিব শংকর পাল।

শনিবার (৯ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডে ইয়ং ফ্রাও পাহাড়ি ম্যারাথনে অংশ নেন তিনি।

শিব শংকর পাল ৪২ কিলোমিটার পাহাড়ি পথ দৌড়াতে সময় নেয় ৫ ঘণ্টা ২০ মিনিট। এটা তার ১২৩ তম আন্তর্জাতিক ম্যারাথন।

এই ম্যারাথনে এবার চার হাজার ম্যারাথন দৌড়বিদরা অংশ নেন। দৌড় শুরু হয় ইন্টারলাকেন থেকে শেষ হয় গ্রুটসাল্পে। ফিনিশিং লাইনে হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন সহধর্মিণী শিখা পাল ও সন্তানরা।

জানা গেছে, শিব শংকর পাল বাংলাদেশের ঢাকা দোহার নবাবগঞ্জের। ১৫০টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিতে চান তিনি।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন