Homeশিক্ষাঅনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

চলমান তীব্র তাপপ্রবাহের কারণে অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চলমান থাকবে।

রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের উপর দিয়ে প্রবাহমান তীব্র দাবদাহের (হিট ওয়েভ) কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।

বর্তমানে প্রচলিত ১০ শতাংশ অনলাইন ক্লাসের পরিবর্তে শতভাগ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাসমূহ চলমান থাকবে। বিজ্ঞপ্তিতে কোন শিক্ষার্থী হল অথবা বাসার বাইরে আসতে চাইলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে চলাফেরার জন্য পরামর্শও দেওয়া হয়।

১. সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা

২. যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা

৩. বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা

৪. বিশুদ্ধ পানি পান করা, প্রয়োজনে লবণযুক্ত তরল; যেমন- খাবার স্যালাইন ইত্যাদি পান করা

৫. তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন- চা ও কফি পান থেকে বিরত থাকা

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন