Homeখেলাপাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচে বৃষ্টির বাগড়া

পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচে বৃষ্টির বাগড়া

বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার এশিয়া কাপের ম্যাচ। দুদলের জন্য এ ম্যাচটি অঘোষিত সেমিফাইনাল। যারাই এতে জয় পাবে, তারাই ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে।
পাকিস্তান ২৭.৪ ওভারে ১৩০ রান করার পর বৃষ্টি নামে কলম্বোতে। বৃষ্টি নামার আগে ৩০ বলে ২২ রান করে অপরাজিত মোহাম্মদ রিজওয়ান। অন্য ব্যাটারদের মধ্যে ৫২ রান করেছিলেন আবদুল্লাহ শফিক। মাথিশা পাথিরানার বাউন্সারে প্রমোদ মদুশানকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

ফখর জামান আউট হন মাত্র ৪ রানে। বাবর আজম দুনিত ভাল্লালেগের বলে স্টাম্পিংয়ের শিকার হওয়ার আগে করেন ২৯ রান। হারিস ৯ বলে ৩ রান করে ক্যাচ দেন পাথিরানার ওভারে।
অঘোষিত সেমিফাইনাল বিধায় পাকিস্তান ও শ্রীলঙ্কা, দুদলের জন্যই ম্যাচটি সমানভাবে গুরুত্বপূর্ণ। আবার বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে লাভ লঙ্কানদের। কেননা পাকিস্তানের চেয়ে নেট রানরেটে এগিয়ে থাকায় তারাই ফাইনালে যাবে।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাঁচটি পরিবর্তন নিয়ে নেমেছে পাকিস্তান। পরিবর্তন এসেছে শ্রীলঙ্কার একাদশেও। কাসুন রাজিথার বদলে প্রমোদ মদুশান ও দিমুথ করুনারত্নের বদলে সুযোগ পেয়েছেন কুশাল পেরেরা।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন