Home জাতীয় প্রতিবন্ধীরা যাতে সমাজের সঙ্গে একসাথে চলতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিবন্ধীরা যাতে সমাজের সঙ্গে একসাথে চলতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

0
প্রতিবন্ধীরা যাতে সমাজের সঙ্গে একসাথে চলতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ছবিঃ সংগৃহীত

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, প্রতিবন্ধীসহ যেসব জনগোষ্ঠী পিছিয়ে রয়েছে তারাও যেন সমাজের সঙ্গে তাল মিলিয়ে একসাথে চলতে পারে সেসব বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শিশু কল্যাণ পরিষদের ব্যারিস্টার আব্দুল গনি খান ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, যে সমস্ত শারিরীক ও মানসিক প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিরা রয়েছেন, তারা যেন সক্ষম হয়ে চলতে পারেন সেজন্য বর্তমান সরকার তাদের পাশে রয়েছে। এসব মানুষ সমাজের সঙ্গে সমন্বয় সাধন করে চলতে পারে সে বিষয়ে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

দীপু মনি বলেন, সারা দেশে এসব মানুষের শিক্ষা, কর্মদক্ষতা বাড়ানো এবং প্রশিক্ষণসহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাস্তবে যাতে একটা মানবিক সমাজ গড়ে তোলা যায় সেটি মুল লক্ষ্য। সমাজের যে কোনো ধরনের পিছিয়ে পড়া মানুষগুলোকে চলমান উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে পারি সেই বিষয়েও সরকার কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here