Homeখেলাবিশ্বকাপের ফটোসেশন সারল শান্ত-সাকিবরা

বিশ্বকাপের ফটোসেশন সারল শান্ত-সাকিবরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ (বুধবার) মধ্যরাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে দুপুরে আনুষ্ঠানিক ফটোসেশন সেরেছে নাজমুল হোসেন শান্ত বাহিনী।

টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফরাও ছিলেন ফটোসেশনে। পরবর্তীতে  যোগ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আরও উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে বাংলাদেশের সাদামাটা ফটোসেশন নিয়ে কম সমালোচনা হয়নি। তবে এবারের ফটোসেশনে স্যুট ব্লেজার গায়ে চাপিয়ে ফটোসেশন সেরেছেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।

গতকাল (মঙ্গলবার) বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের স্কোয়াডে বড় ঘটনা বলতে দুটি। চোট শঙ্কায় থাকা তাসকিন আহমেদকে সহ-অধিনায়কের পদে রাখা এবং অলরাউন্ডার সাইফউদ্দিন আহমেদের বাদ পড়া।

আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন থেকে। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন, ভেন্যু যুক্তরাষ্ট্রের ডালাস।

এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নিজেদের তৃতীয় ম্যাচে ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টাইগাররা। এরপর ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন