Homeআন্তর্জাতিককলম্বিয়ায় গেরিলা হামলায় ৪ সেনা নিহত

কলম্বিয়ায় গেরিলা হামলায় ৪ সেনা নিহত

কলম্বিয়ায় গেরিলা সংগঠন রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) হামলায় চার সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় নারিনো এলাকায় এই হামলা চালানো হয়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গেরিলা বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে চরজন সেনাসদস্য নিহত হয়েছেন। খবর এএফপি’র।

বিবৃতিতে বলা হয়, অর্ধশতাব্দীর সশস্ত্র লড়াই শেষে ২০১৬ সালে বামপন্থি গেরিলা সংগঠন ফার্কের সঙ্গে দেশটির সরকারের শান্তিচুক্তি হয়। তবে এই চুক্তি মেনে নেয়নি ফার্কের একটি বিচ্ছিন্নতাবাদী দল ‘দ্য এসতাদো মেয়র সেন্ট্রাল (এএমসি)’।

এমন প্রেক্ষাপটে সোমবার (১৮ সেপ্টেম্বর) সরকারের সঙ্গে তিন দিনের শান্তি আলোচনায় বসার কথা ছিল তাদের।

২০১৬ সালে ফার্কের সঙ্গে দেশটির শান্তিচুক্তি হয়, ওই চুক্তির মাধ্যমে অর্ধশতাব্দীর গৃহযুদ্ধের অবসান ঘটে। পরে ফার্ক ওই চুক্তি থেকে সরে আসে।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন