Homeখেলাভারতের বোলিং কোচের চোখে ‘তাসকিন বিশ্বমানের’

ভারতের বোলিং কোচের চোখে ‘তাসকিন বিশ্বমানের’

শুরু থেকে একপেশে জয়ে ম্যাড়মেড়ে হয়ে পড়া বিশ্বকাপে প্রাণ ফিরিয়েছে আফগানিস্তান ও নেদারল্যান্ডস। আফগানিস্তান হারিয়েছে শ্রীলঙ্কাকে এবং নেদারল্যান্ডসের কাছে ধরাশায়ী হয়েছে দক্ষিণ আফ্রিকা। সে ধারাবাহিকতায় এবার আলোচনায় আগামীকালের বাংলাদেশ-ভারত ম্যাচ। বিশ্বকাপের প্রথম থেকেই ভারত শিরোপার দাবিদার। এরই মধ্যে প্রথম তিন ম্যাচে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে তারা।

বিপরীতে বাংলাদেশ তিন ম্যাচের দুটিতেই হেরেছে। তবে বাংলাদেশ ওয়ানডের শেষ চার মুখোমুখি লড়াইয়ের তিনটিতেই ভারতকে হারিয়েছে। সবশেষ এশিয়া কাপেও বাংলাদেশের কাছে হেরেছে ভারত। সব মিলিয়ে এই ম্যাচে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

ভারতের বোলিং কোচ পরশ মামব্রেও বাংলাদেশকে হালকাভাবে না নেওয়ার কথা জানিয়েছেন। বলেছেন, সব দলকে সমান গুরুত্ব দিয়ে দেখছেন তাঁরা। এ সময় বাংলাদেশের ফাস্ট বোলারদের দিয়ে কথা বলতে গিয়ে তাসকিন আহমেদকে প্রশংসায় ভাসিয়েছেন মামব্রে। বিশ্বব্যাপী যত ভালো পেসার আছে তাসকিন তাদের একজন বলেও মন্তব্য করেছেন তিনি।

বাংলাদেশকে হালকাভাবে দেখছে কি না জানতে চাইলে মামব্রে বলেছেন, ‘সত্যি কথা বলতে, আমি মনে করি আপনি যখন বিশ্বকাপে নামেন, তখন প্রতিটি দলই আপনাকে চ্যালেঞ্জ জানাতে পারে। তাই আমাদের দিক থেকে, অবশ্য শুধু আমরাই নয়, সম্ভবত কোনো দলই অন্য আরেকটি দলকে হালকাভাবে নেবে না। আর এই আলাপটাই আমরা নিজেদের মধ্যে করেছি। আর আমরাই একমাত্র দল, যারা ৯টি আলাদা দলের সঙ্গে, ৯টি আলাদা ভেন্যুতে খেলব। ৯টি আলাদা মাঠ আমাদেরকে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ দেবে। তাই আমরা এটার জন্য প্রস্তুত থাকতে চাই। বাংলাদেশ হোক কিংবা নেদারল্যান্ডস, আমরা সমান গুরুত্ব দিয়েই ম্যাচগুলোকে দেখব।’

এ সময় প্রতিপক্ষের শক্তি নিয়ে না ভেবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দিচ্ছেন বলেও জানিয়েছেন ভারতের এই বোলিং কোচ, ‘এটা একটা খেলাই তো, নাকি? আমরা এখানে যা করতে চাইব, তা হলো নিজেদের সামর্থ্য অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করব। আর যেমনটা বলছিলাম, প্রতিটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রতিপক্ষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এমনকি প্রতিপক্ষ দলটির দিকেও তাকাচ্ছি না। আমরা যে বিষয়টিতে মনোযোগ দিচ্ছি, তা হলো এই ম্যাচ থেকে আমরা কী অর্জন করতে পারি সেটা। আমাদের নিজের পরিকল্পনা আছে। যদি আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তবে আমরা জিতব। এটাই একমাত্র বিষয়, যা নিয়ে আমরা আলাপ করেছি।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসাররা বেশ প্রশংসিত হচ্ছেন। বোলিং কোচ হিসেবে বাংলাদেশের পেসারদের নিয়ে জানতে চাইলে মামব্রে বলেছেন, ‘গত কয়েক বছরে আমি তাসকিনকে দেখেছি। আমার মনে হয় বিশ্বব্যাপী যত ভালো ফাস্ট বোলার আছে, তাদের মধ্যে সে একজন। সে ভালো খেলছে। ভিন্ন ভিন্ন ভেন্যুতে, উইকেটে সে ভালো করেছে। বাংলাদেশে উইকেট কখনো সহজ নয়, ফাস্ট বোলার-বান্ধব হয় না। কিন্তু সে যা করেছে, সত্যিই ভালো বোলার। আর বাকিদের কথা বললে আপনি যখন জাতীয় দলে খেলবেন, তার মানে আপনি দেশকে প্রতিনিধিত্ব করার মতো বলেই খেলছেন। এই অর্থে বাকিরাও যথেষ্ট ভালো। স্পিনাররাও তা–ই, দলে থাকা দুই মেহেদীই ভালো করছে। তাদের দলটি ভালো এবং বোলিং আক্রমণও ভালো।’

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন