Homeরাজনীতিঅগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেবে পুলিশ সদর দপ্তর

অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেবে পুলিশ সদর দপ্তর

অবরোধ-হরতালে পরিবহন বা স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগকারীদের উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে অথবা সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে, বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর চলমান হরতাল-অবরোধের মধ্যে যানবাহন বা স্থাপনায় আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের ধরিয়ে দিলে বা তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এক বৈঠকে এ ঘোষণা দেন।

ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন সময় সন্ত্রাসীরা গাড়িতে আগুন দিয়ে দুর্ভোগ সৃষ্টি করছে, সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছে। যারা আগুন দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করে, হত্যা করে, তাদের ধরিয়ে দিলে বা তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। যারা তথ্য দেবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন