Homeরাজনীতিরিজভীর নেতৃত্বে উত্তরায় পিকেটিং

রিজভীর নেতৃত্বে উত্তরায় পিকেটিং

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবি আদায়ে বিএনপি-জামায়াত ঘোষিত তৃতীয় দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পিকেটিং ও সড়ক অবরোধ করা হয়।

বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় তিনি নেতাকর্মীদের নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং করেন।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এ বি এম আবদুর রাজ্জাক, দক্ষিণখান থানা বিএনপির সভাপতি আবদুল মোতালেব, বিএনপি নেতা জাহিদ মাস্টারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে। আমাদের অবরোধ কর্মসূচি জনগণের দাবির ওপর ভিত্তি করে। এটা শুধু বিএনপির কর্মসূচি নয়। যারা দেশের মালিকানা থেকে বঞ্চিত হয়েছেন, তাদের সবার কর্মসূচি এটি। এই কর্মসূচি বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়ে চলবে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন