Homeসর্বশেষবঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে লেগুনা-পিকআপ সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে লেগুনা-পিকআপ সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত

মুন্সীগঞ্জের নিমতলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে লেগুনা ও পিকআপের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১১টায় মাওয়াগামী সার্ভিস সড়কের কুচিয়ামোড়া কলেজগেট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বরিশাল সদরের মৃত রবীন্দ্র চক্রবর্তীর ছেলে নির্মল চক্রবর্তী ও তার স্ত্রী কনক চক্রবর্তী। তারা সবাই লেগুনার যাত্রী ছিলেন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, ঢাকাগামী মালবাহী একটি পিকআপের সঙ্গে মাওয়াগামী একটি লেগুনার মুখোমুখী সংঘর্ষ হলে চার লেগুনা যাত্রী আহত হ়ন। প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হলে আশঙ্কাজনক অবস্থা হওয়ায় স্বামী-স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাদের মৃত্যু হয়। অপর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।

ওসি আরও জানান, পিকআপ ও লেগুনা আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন