Homeরাজনীতিক্ষমতায় থেকে নির্বাচন সুষ্ঠু হয় না: চুন্নু

ক্ষমতায় থেকে নির্বাচন সুষ্ঠু হয় না: চুন্নু

নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। ক্ষমতায় থেকে নির্বাচন সুষ্ঠু হয় না বলেও মনে করেন তিনি।

শনিবার (১১ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, ন্যূনতম নিরপেক্ষ হওয়ার সুযোগ না থাকলে নির্বাচনে গিয়ে লাভ নেই। ক্ষমতায় থেকে নির্বাচন সুষ্ঠু হয় না। শুধু অন্যের অপকর্মের বৈধতা দেয়ার জন্য নির্বাচনে গিয়ে লাভ নেই।

ভোটের কোনো পরিবেশ নেই দাবি করে জাপার সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, ‘বর্তমান পরিস্থিতে নির্বাচনে গিয়ে শেষ বয়সে রাজাকার হতে চাই না। অন্যকে ওপরে দিতে যাওয়ার সিঁড়ি হতে চাই না।’

ফিরোজ রশীদ বলেন, ‘আমরা এই মুহূর্তে ভোটে গেলে মানুষ ঢিল মারবে, ইট ছুঁড়বে। আকাশ থেকে পাতাল পর্যন্ত সব আওয়ামী লীগের দখলে চলে গেছে। পুরো প্রশাসন তাদের পক্ষে, এমন পরিস্থিতে ভোট সুষ্ঠু হবে কিভাবে?’

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন