Homeসর্বশেষটিসিবি পণ্যের সুবিধা পাচ্ছেন ৫ কোটি মানুষ: তপন কান্তি ঘোষ

টিসিবি পণ্যের সুবিধা পাচ্ছেন ৫ কোটি মানুষ: তপন কান্তি ঘোষ

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, দেশের নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সুলভ মূল্যে কিছু পণ্য বিতরণের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় দেশের এক কোটি পরিবারকে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে। প্রায় ৫ কোটি মানুষ এই সুবিধা ভোগ করছেন।

শনিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রামানন্দ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সোহেল শেখসহ পৌরসভার কাউন্সিলর ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

ফরিদপুর পৌরসভার ২০নং ওয়ার্ডে ২২৮ টি পরিবারকে টিসিবির পণ্য দেওয়া হয়। পর্যায়ক্রমে পৌরসভা ও জেলার প্রতিটি উপজেলায় ৭৭ হাজার ৬০৫ জন নিম্ন আয়ের মানুষকে এর আওতায় আনা হবে। প্রত্যেক কার্ডধারীকে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মশুর ডাল ৪৭০ টাকায় দেওয়া হচ্ছে।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন