Homeখেলাশ্রীলঙ্কার বিপক্ষে লিটন কি খেলতে পারবেন

শ্রীলঙ্কার বিপক্ষে লিটন কি খেলতে পারবেন

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করবে বাংলাদেশ দল। এশিয়ান শ্রেষ্ঠত্বের এই লড়াই সামনে রেখে এর মধ্যে গতকাল শ্রীলঙ্কা গেছেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। তবে দলের সঙ্গে লঙ্কায় যাননি অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার লিটন দাস।

দুই দিন জ্বরে ভুগছেন লিটন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, এখনো জ্বর আছে লিটনের। আজও তাই শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না এই ওপেনারের। প্রথম টেস্টের রিপোর্টে যদিও খারাপ কিছু আসেনি লিটনের। ডেঙ্গুও নেগেটিভ এসেছে।

তবে জ্বর না সারায় আজ আরেকবার টেস্ট করা হবে লিটনের। লিটনের জ্বর না সারায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তাঁকে পাওয়া যাবে তো? আজও যেতে না পারায় লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগে লিটন আর সময় পাচ্ছেন দুই দিন। এই সময়ের মধ্যে জ্বর থেকে সেরে ওঠা এবং এরপর লিটনের শরীর কেমন আচরণ করছে-এসবের ওপর নির্ভর করছে তাঁর শ্রীলঙ্কায় যাওয়া।

লিটনকে প্রথম ম্যাচে পাওয়া না পাওয়া নিয়ে তাই এর মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর জন্য অপেক্ষা করবে বিসিবি।

 

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন