Homeখেলানাসুমকে চড়, পাপনকে আইনি নোটিশ

নাসুমকে চড়, পাপনকে আইনি নোটিশ

জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদকে বিশ্বকাপ চলাকালে চড় মারার অভিযোগ উঠেছে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। অনাকিঙ্ক্ষিত এই ঘটনার তদন্ত চেয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ঘটনাটি প্রমাণিত হলে বিসিবিকে অভিযুক্ত টাইগার কোচের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।

রোববার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে ডাকযোগে ও ই-মেইলে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার আশরাফ রহমান। তিন দিন বা ৭২ ঘণ্টার মধ্যে টাইগার কোচের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে নোটিশে।

এ বিষয়ে ব্যারিস্টার আশরাফ রহমান গণমাধ্যমকে বলেন, ‘১২ অক্টোবর বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে স্পিনার নাসুম আহমেদকে চড় মারেন। সংবাদমাধ্যমে বিষয়টি জানতে পাললেও বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘যেহেতু চড় মারা বাংলাদেশের আইনে একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপনকে লিগ্যাল নোটিশ দিয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতা বের করে হাথুরুসিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। এবং প্রয়োজনে যেন তাকে বরখাস্তও করা হয়।’

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন