Homeসারাদেশহরতালের ভোরে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৪ 

হরতালের ভোরে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৪ 

নেত্রকোনা থেকে ঢাকার উদ্দেশ্যে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে হরতালকারীরা। আগুনে ট্রেনের চার যাত্রী নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মকর্তা শাজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টা ৪ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে তিনটি ইউনিট গিয়ে সকাল ৬ট ৪৫ মিনিটে আগুন নির্বাপণ করে। মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনা থেকে ছেড়ে আসে। তিন বগিতে আগুন দেয়া হয়।

তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন যাত্রীদের বরাত দিয়ে জানান, ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকায় আসছিল। বিমানবন্দর স্টেশন পার হয়ে ট্রেনটি খিলক্ষেতে এলে যাত্রীরা বগিগুলোয় আগুন দেখতে পান। তারা চিৎকার করতে শুরু করেন। এরপর চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান।

আগুন নেভানো ও লাশগুলো উদ্ধারের পর ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।
নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন