Homeরাজনীতিগণতন্ত্রকে অবরুদ্ধ করে 'রাজনীতিবিদ' সাজতে চাওয়া ইউনূস

গণতন্ত্রকে অবরুদ্ধ করে ‘রাজনীতিবিদ’ সাজতে চাওয়া ইউনূস

‘নোবেল প্রাইজ’- লাভের মাত্র পাঁচ মাসের মধ্যেই রাজনৈতিক দল গঠন করা কার্যক্রম শুরু করে দেশবাসীকে হতবাক করে দিয়েছিলেন ড. ইউনূস!

২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি; চট্টগ্রাম থেকে বিমান যোগে ঢাকায় এসেই সাংবাদিকদের ডেকে ঘোষণা করলেন তার রাজনৈতিক দলের কথা। সম্ভাব্য নাম-‘নাগরিক শক্তি’। জাতির উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন। প্রথম আলো তখন ইউনূসের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে লিখেছিল-
‘সবচেয়ে অভিনব ব্যাপার’!

তখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল, ঘরোয়া রাজনীতিও নিষিদ্ধ ছিল। বলতে গেলে গোটা বাংলাদেশটাই অবরুদ্ধ ছিল। সে-ই অবস্থায় সাংবাদিক সম্মেলন করে রাজনৈতিক দলের নাম ঘোষণা!
বাংলাদেশের রাজনীতিকে অবরুদ্ধ করে, গণতন্ত্রকে অবরুদ্ধ করে কোন ‘পরাশক্তি’র বলে বলিয়ান হয়ে ড. ইউনূস ‘রাজনীতিবিদ’ সাজতে চেয়েছিলেন?
বাংলাদেশের পরীক্ষিত রাজনীতিবিদদের সম্পর্কে দেশে-বিদেশে অপপ্রচার চালিয়ে শর্টকাটে ক্ষমতার শীর্ষে আরোহন করতে চেয়েছিলেন ইউনূস সাহেব।
সেই দেশি-বিদেশি শক্তি কারা?

১/১১-তে যেমন ইউনূস সাহেব ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিলেন; সেই চেষ্টা উনি এখন নতুন করে শুরু করেছেন। উনি সব সময়ই উনার একটা সুবিধাজনক সময় খুঁজে চলেছেন।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন