Home সর্বশেষ নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯১ বছর বয়সী অফুলা বেগম

নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯১ বছর বয়সী অফুলা বেগম

0
নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯১ বছর বয়সী অফুলা বেগম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দেবীদ্বার উপজেলায় নাতির কোলে চড়ে ভোট দিয়েছেন ৯১ বছর বয়সী বৃদ্ধা অফুলা বেগম।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউপির বনকৈট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন অফুলা বেগম। নাতি শাহ আলমের কোলে চড়ে সেখানেই ভোট দিতে আসেন তিনি।

তিনি জানান, ৯১ বছর বয়সে বহুবার ভোট দিয়েছেন। এবারও শান্তিপূর্ণভাবে নাতির কোলে চড়ে ভোট দিতে পেরে ভালো লাগছে।

নাতি শাহ আলম বলেন, ভোট দিতে দাদির খুব আগ্রহ দেখলাম। তাই নিজেই কোলে করে কেন্দ্রে নিয়ে আসলাম। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে দাদি খুবই খুশি।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিনহাজ উদ্দিন বলেন, সকাল থেকে উৎসব মুখর পরিবেশ ভোট গ্রহণ চলছে। এ কেন্দ্রে নারী-পুরুষ মিলে মোট ১ হাজার ৪৭০ জন ভোটার রয়েছে। বেলা সাড়ে ১০টা পর্যন্ত ২০ শতাংশ পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here