Homeরাজনীতিডিসেম্বরে হবে আসল খেলা, প্রস্তুত হোন: ওবায়দুল কাদের

ডিসেম্বরে হবে আসল খেলা, প্রস্তুত হোন: ওবায়দুল কাদের

বিএনপি বাংলাদেশের মানুষকে লুটপাট এবং হাওয়া ভবন ছাড়া কিছিই দিতে পারেনি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২ সেপ্টেম্বর) এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে পুরানো বাণিজ্যমেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

দুর্বৃত্তদর বিরুদ্ধে রাজনীতির খেলা চলবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ডিসেম্বরে হবে আসল খেলা। আপনার প্রস্তুত হোন। আগামী নির্বাচনেও নৌকা আবারও জিতবে। আপনারা শুধু ঐক্যবদ্ধ থাকেন। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি বঙ্গবন্ধুকন্যাকে পরাজিত করতে পারবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘চোরা তারেক মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছিল। তাদের লুটপাট আর দুর্নীতির ক্ষত এখনও বাংলাদেশ বয়ে বেড়াচ্ছে। অন্যদিকে শেখ হাসিনা বাংলাদেশকে দিয়েছেন উন্নয়নের গতিপথ। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ১০০ সেতু। সামনে আরও ১৫০ সেতুর উদ্বোধন হবে।’

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘তাদের কোনো নেতা নেই। সামনের দিনে তাদের প্রধানমন্ত্রী কে হবেন, তা তারা জানেন না। আমরা বলে দিতে চাই আমাদের নেতা শেখ হাসিনা আগামী দিনের প্রধানমন্ত্রী। আজকের সমাবেশ থেকেই তা ঘোষণা করলাম।’

আন্দোলনে সরকার পতন হবে না জানিয়ে তিনি বলেন, আজকের সমাবেশ দেখলে বিএনপি নেতারা জ্ঞান হারাবেন। তারা এখন বাসায় বসে হিন্দি সিরিয়াল দেখছেন আর জানালা দিয়ে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করছেন।

স্যাংশনের আশায় থেকে ক্ষমতায় যেতে পারবেন না উল্লেখ করে বিরোধী দলের প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সিয়েরা লিওনে নাকি ভিসা স্যাংশন দেয়া হয়েছে। এ নিয়ে বিএনপির নেতাদের মধ্যে উল্লাসের ভাব। কিন্তু নির্বাচনকে বাধাগ্রস্ত করলে তাদের বিরুদ্ধে ভিসানীতি কেন প্রয়োগ হবে না। তারাইতো অপরাধী। আমাদের নেতা বলে দিয়েছেন আমরা সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। তাই আমাদের সিয়েরা লিওনের ভয় দেখিয়ে লাভ নেই।

সবশেষে তিনি সমাবেশে আসা নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন