Homeসর্বশেষরাজধানীতে বেপরোয়া কিশোর গ্যাং, র‌্যাবের জালে ২৭

রাজধানীতে বেপরোয়া কিশোর গ্যাং, র‌্যাবের জালে ২৭

রাজধানীতে বেপরোয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা। কখনও চাঁদার দাবিতে নির্যাতন, কখনও নেশা করে এলাকায় বিশৃঙ্খলা। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের ২৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

বেপরোয়া বখাটে গ্রুপের অধিকাংশই সদ্য কৈশোর থেকে তারুণ্যে পা দিয়েছে। এমনই কয়েকটি চক্রের ২৭ সদস্যকে রাজধানীর শাহজাহানপুর, সবুজবাগ, শ্যামপুর ও বংশাল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব-৩। সংস্থাটির দাবি, এদের বেপরোয়া আচরণ শুধু নিজেদের এলাকাতেই সীমাবদ্ধ নয়। সামাজিক মাধ্যমেও নিজেদের শক্তি প্রদর্শনে রয়েছে একাধিক গ্রুপ। রাব্বি গ্রুপ, রকি গ্রুপ, হাসান গ্রুপসহ রয়েছে বাহারি নাম।

এ বিষয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে টিকাটুলীর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, প্রতিটি কিশোর গ্যাং গ্রুপে প্রায় ১৫-২০ জন সদস্য থাকে। রাব্বি গ্রুপটির সন্ত্রাসী মো. রাব্বির নেতৃত্বে দীর্ঘদিন যাবত পরিচালিত হয়ে আসছে। নিজেদের মধ্যে আন্তকোন্দলের কারণে তারা ২/৩টি গ্রুপে বিভক্ত হয়। হৃদয় গ্রুপটি হৃদয় এর নেতৃত্বে দীর্ঘদিন যাবত পরিচালিত হয়ে আসছে। গ্রেফতার কিশোররা রাজধানীর বংশাল ও আশাপাশ এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো।

এই গ্রুপের সন্ত্রাসীরা একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে চাপাতিসহ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। তারা বিভিন্ন সময় চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিস্থান, বংশাল, চকবাজার এলাকাসহ আশপাশ এলাকায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারামারিসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো।

র‍্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন বলছেন, এদের পেছনে আছে স্বার্থান্বেষী বড় মদদদাতা। যাদের উদ্দেশ্য ভিন্ন।

গ্রেফতার সবার বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হলেও র‌্যাব বলছে, এরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। কারণ কিশোর বয়স থেকেই এরা জড়িত নানা ধরনের অপরাধের সঙ্গে।

অভিযানে বিদেশি অস্ত্রসহ বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করেছে র‌্যাব।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন