Homeসারাদেশআন্দোলনে ব্যর্থ বিএনপি নেতারা বুদ্ধিপ্রতিবন্ধী হয়ে গেছে: হানিফ

আন্দোলনে ব্যর্থ বিএনপি নেতারা বুদ্ধিপ্রতিবন্ধী হয়ে গেছে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ‘আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে মির্জা ফখরুলরা বুদ্ধিপ্রতিবন্ধী হয়ে গেছেন। তাঁরা বলছেন সরকার জনগণের জন্য কিছুই করেনি। তাহলে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় বড় উন্নয়নকাজ কাদের জন্য–প্রশ্ন করেন তিনি।’

আজ বুধবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, একটি বা দুটি দল যদি জাতীয় নির্বাচনে না আসে, তাহলেও নির্বাচনকে অংশগ্রহণমূলক না বলার সুযোগ নেই। কারণ, নিবন্ধিত আরও অনেক দল নির্বাচনে আসবে।

অধ্যক্ষ নুরজাহান শারমীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন