Homeশিক্ষাদেশে সাক্ষরতার হার ৭৬ দশমিক আট শতাংশ: প্রতিমন্ত্রী

দেশে সাক্ষরতার হার ৭৬ দশমিক আট শতাংশ: প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৬ দশমিক আট শতাংশ। তবে ২৩ দশমিক দুই শতাংশ নিরক্ষর। এই নিরক্ষরতা দূর করতে বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উপলক্ষ্যে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় জিপিই এর আর্থিক এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় কক্সবাজার জেলায় ১৪-১৮ বছর বয়সী “বিদ্যালয় বহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য দক্ষতা কেন্দ্রিক সাক্ষরতা” পাইলট প্রকল্পের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রকল্পের মেয়াদ আগস্ট ২০২৩ থেকে জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

তিনি বলেন, এ প্রকল্পের আওতায় ৬,৮২৫ জন কিশোর-কিশোরীর দক্ষতা কেন্দ্রিক সাক্ষরতা প্রদান করা হবে এবং কর্মসংস্থানের সাথে সংযোগ স্থাপন করা হবে। পাইলট প্রকল্পটি সফল হলে সমগ্র দেশব্যাপী “বিদ্যালয় বহির্ভুত কিশোর-কিশোরীদের জন্য দক্ষতা কেন্দ্রিক সাক্ষরতা” কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন