Homeআন্তর্জাতিকমালিতে সন্ত্রাসী হামলায় ৬৪ জন নিহত

মালিতে সন্ত্রাসী হামলায় ৬৪ জন নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে পৃথক সন্ত্রাসী হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে একটি যাত্রীবাহী নৌকা ও সেনাঘাঁটিতে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, এদিন সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর এ হামলায় ১৫ জন সেনা ও ৪৯ বেসামরিক নাগরিকসহ অন্তত ৬৪ জন নিহত হন।

এক বিবৃতিতে মালির সামরিক বাহিনী জানায়, রাহাউস ভূখণ্ডের আবাকোয়াইরা এবং জরঘোইয়ের মধ্যবর্তী এলাকায় একটি নৌকাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। নৌকাটি নাইজার নদীতে যাচ্ছিল।

একই দিন দেশটির বোরেম সার্কেলের পূর্ব দিকে গাও অঞ্চল অংশের একটি সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পৃথক এ হামলায় হতাহতের সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। এদিকে এএফপির খবরে বলা হয়েছে, আল-কায়েদা সম্পৃক্ত একটি গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেছে।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন