Homeসারাদেশসিলেটে ভূমিকম্প অনুভূত

সিলেটে ভূমিকম্প অনুভূত

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী পরিচালক শাহ সজীব হোসেন জানান, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১৮।

এর আগে গত ২৯ আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যে।

এদিকে স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেছে আফ্রিকার দেশ মরোক্কো। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ঘটা এই দুর্যোগকে মরক্কোর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে অভিহিত করেছেন দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্সের প্রধান নাসের জাবুর।

মরক্কোর ভূমিকম্পকে ওই অঞ্চলে গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। মরক্কোর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৬৩২ জনের মৃত্যু এবং ৩২৯ জন আহত হয়েছেন।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন