Homeবিনোদনতৃতীয় সন্তানের মা হতে চলেছেন জেনেলিয়া!

তৃতীয় সন্তানের মা হতে চলেছেন জেনেলিয়া!

বিশ বছর আগে ‘তুঝে মেরি কসম’ সিনেমা দিয়ে পর্দায় অভিষেক ঘটে জেনেলিয়া ডি’সুজার। এই ছবিতে অভিনয় করতে গিয়েই রীতেশ দেশমুখের সঙ্গে পরিচয় হয় জেনেলিয়ার। সেখান থেকে প্রেম।

দীর্ঘদিন প্রেমের পর ২০১২ সালে বিয়ে করেন এই জুটি। এরপর থেকেই পর্দার আড়ালে চলে যান জেনেলিয়া। স্বামী-সন্তান নিয়ে সংসারে মনোযোগী হন।

বিয়ের দু’বছরের মাথায় ২০১৪ সালে রীতেশ-জেনেলিয়ার প্রথম সন্তানের জন্ম হয়। নাম রিয়ান। তার বছর দুয়েকের ব্যবধানে ২০১৬ সালে দ্বিতীয় ছেলের জন্ম। এবার গুঞ্জন, তৃতীয়বারের জন্য বাবা-মা হতে চলেছেন এই তারকা দম্পতি।

সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে স্বামী রীতেশের সঙ্গে হাজির হন জেনেলিয়া। অভিনেত্রীর পরনে ছিল নীল রঙের বেলুন ড্রেস।

পারারাজ্জিদের দেখামাত্রই বারবার হাত দিয়ে নিজের পেট ঢাকার চেষ্টা করেছেন অভিনেত্রী। সেই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের দাবি, ফের মা হতে চলেছেন জেনেলিয়া। হাত দিয়ে বেবি বাম্পই ঢাকার চেষ্টা করছেন তিনি।

যদিও এ বিষয়ে রীতেশ-জেনেলিয়ার তরফ থেকে এখনই কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে ভক্তরা মনে করছেন, খুব শীঘ্রই সুখবর জানাবেন এই জুটি।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন