Homeসারাদেশটাকা লেনদেন নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নরসিংদীর শিবপুরে টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্বে সাইফুল ইসলাম (৫০) নামে এক গরু ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ থেকে ওই ব্যবসায়ীর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাইফুল ইসলাম একই ইউনিয়নের সানখোলা গ্রামের হেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।

এলাকাবাসী জানান, সকালে স্থানীয় কৃষকরা সাইফুল ইসলামের গলাকাটা মরদেহটি ঈদগাহ মাঠে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, এ ঘটনায় লাভলু নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরু ব্যবসায় টাকা লেনদেনকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।

এ ঘটনায় তদন্ত চলছে; দ্রুত সময়ে মধ্যে ঘটনার মূলরহস্য উদঘাটন করতে পারবো এবং আইনগত ব্যবস্থাও নেয়া হচ্ছে বলে জানান ওসি।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন