Home জাতীয় এনএসআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ

এনএসআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ

0
এনএসআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার নতুন মহাপরিচালক (ডিজি) হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ।

সেনাবাহিনীর মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে এনএসআইয়ের মহাপরিচালক পদে প্রেষণে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এ পদে প্রেষণে নিয়োগের জন্য মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে এনএসআইয়ের মহাপরিচালক পদে প্রেষণে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

এদিকে, গত ৩১ মার্চ এক প্রজ্ঞাপনে মেজর জেনারেল টি এম জোবায়েরকে এনএসআই থেকে নিজ বাহিনীতে (সেনাবাহিনী) প্রত্যাবর্তন করা হয়। তিনি দীর্ঘ ছয় বছর ডিজি পদে দায়িত্ব পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here