Homeলাইফস্টাইলমুখে বয়সের ছাপ দূর হবে ঘরোয়া উপকরণে!

মুখে বয়সের ছাপ দূর হবে ঘরোয়া উপকরণে!

টিভি ছাড়তেই দেখা মেলে জনপ্রিয় প্রসাধনী প্রস্তুতকারক এক কম্পানির বিজ্ঞাপন। চোখের কোণায় বলিরেখা সমেত এক নারী কী করে মাত্র দু’ফোটা ক্রিম মেখেই তারুণ্য ফিরিয়ে আনবেন, এই হলো বিজ্ঞাপনের বিষয়বস্তু। ক্রিমের কার্যকারিতা নিয়ে এর ব্যবহারকারীরা ভালো বলতে পারবেন, কিন্তু মোড়কে লেখা দাম দেখে অনেকেরই দুশ্চিন্তায় বলিরেখা আরও বেড়ে যেতে পারে! ঘরোয়া সমাধান পেতে কী করবেন?

বয়স ৩০-এর কোঠায় আসতেই চোখের কোণায়, কপালে, নাকের পাশ ঘেষে আপনার মুখমণ্ডলের চামড়া কুচকে যেতে পারে। একে বলিরেখা বলা হয়, ইংরেজিতে এজ রিংকাল। শুষ্ক তাপমাত্রা বা সূর্যের রশ্মির সংস্পর্শে এলে, অতিরিক্ত ডায়েট, ধূমপানের অভ্যাস বা অতিমাত্রায় উদ্বেগ ইত্যাদি বিভিন্ন কারণে বলিরেখা বয়সের আগেই চেহারায় ছাপ ফেলতে পারে।

বলিরেখার ছাপ কমাতে চাইলে বিশেষজ্ঞরা ২৫ বছর বয়স থেকেই ত্বকের যত্ন নেয়ার পরামর্শ দেন। নিয়মিত ত্বক পরিষ্কার ও স্ক্রাবিং এ সময়টায় জরুরি। সাধ্যের মধ্যে থাকলে ভালো অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করতে পারেন। অনেকে দামের কথা ভেবে সস্তায় ক্ষতিকারক প্রসাধনীর দিকে ছোটেন। প্রথম দিকে উপকারী মনে হলেও, দেখা যায় দিন পেরুতেই ত্বক পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এ অবস্থায় ঘরোয়া উপকরণগুলো আপনাকে রক্ষা করতে পারে।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন