Homeসারাদেশপঞ্চগড় সীমান্তে ১৯ কেজি স্বর্ণসহ আটক ১

পঞ্চগড় সীমান্তে ১৯ কেজি স্বর্ণসহ আটক ১

পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত দিয়ে পাচারের সময় ১৯ কেজি ওজনের ১৯টি স্বর্ণের বারসহ জুয়েল (৩২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে গোয়েন্দা ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে ঘাগড়া বিওপির বিজিবি টহল দল স্বর্ণসহ তাকে আটক করে। আটক জুয়েল উপজেলা সদরের হাড়িভাসা ইউনিয়নের মাধুপাড়া এলাকার আফসার আলীর ছেলে।

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, অভিযুক্ত চোরাকারবারি জুয়েল সকাল ১০টার দিকে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন পঞ্চগড় উপজেলা সদরের হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। খবর পেয়ে সীমান্তের ৭৫৫নং মেইন পিলারের ৮নং সাব পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে ১৯ দশমিক ৩০৩ কেজি ওজনের ১৯টি স্বর্ণের বার, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোনসহ নগদ ২৪ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার ৯৫৮ টাকা বলে দাবি বিজিবির।

সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে জুয়েল নামে এক যুবককে স্বর্ণ চোরাচালানের অভিযোগে থানায় আনা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। স্বর্ণসহ জব্দকৃত মালামালের বিষয়ে বিজিবি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম জানান, গোয়েন্দা ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে জুয়েলকে আটক করা হয়। তার কাছ থেকে ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার ৯৫৮ মূল্যের ১৯ দশমিক ৩০৩ কেজি ওজনের ১৯টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটক জুয়েলের বিরুদ্ধে মামলাসহ তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত স্বর্ণসহ অন্যান্য মালামাল কাস্টমস গুদামে প্রদানের প্রক্রিয়াও চলমান।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন