Homeবিনোদননিলামে মাইকেল জ্যাকসনের টুপি

নিলামে মাইকেল জ্যাকসনের টুপি

পপ কিং মাইকেল জ্যাকসনের নাচের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল ‘মুনওয়াক’। প্রয়াত এই তারকা প্রথমবার মুনওয়াকের সময় যে কালো টুপি পরেছিলেন, চার দশক পর নিলামে উঠতে যাচ্ছে সেটি।

আগামী ২৬ সেপ্টেম্বর প্যারিসের হোটেল ড্রুট-এ নিলামে ওঠানো হবে মাইকেল জ্যাকসনের সেই টুপি। ৬০ হাজার থেকে ১ লাখ ইউরোতে তা সংগ্রহ করা যেতে পারে বলে বলা হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। এ ছাড়া ওই নিলামে সংগীতাঙ্গনের প্রায় ২০০ স্মারক তোলা হবে।

১৯৮৩ সালে মোটাউন কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের সময় টুপিটি পরেছিলেন পপ সুপারস্টার মাইকেল জ্যাকসন। গানটি পরিবেশনের একপর্যায়ে মুনওয়াক শুরু করেন। তখন মঞ্চের পাশে টুপিটি ফেলে দেন মাইকেল।

জানা গেছে, আর্টপেজেস ও লেমন অকশনের উদ্যোগে আয়োজিত হয়েছে ওই নিলাম। তাতে মার্কিন সংগীতশিল্পী টি বোন ওয়াকারের গিটার, ব্রিটিশ সংগীতশিল্পী মার্টিন গোরের স্যুট ও মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনার একটি স্বর্ণপদকও তোলা হবে।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন