Homeসারাদেশব্যাগ ভর্তি ১০ লাখ টাকা, দুই পুলিশ সদস্যসহ ধরা ৩ জন

ব্যাগ ভর্তি ১০ লাখ টাকা, দুই পুলিশ সদস্যসহ ধরা ৩ জন

আইএফআইসি ব্যাংকের রাজধানীর পল্টন শাখায় টাকা জমা দেওয়ার সময় পুলিশের দুই সদস্যসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় ছিনতাইয়ের ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা আড়াইটার সময় পুলিশের দুই সদস্যসহ ৫ জনের একটি চক্র উল্লেখিত ব্যাংকের ভিতরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়।

ডিবি পুলিশের মতিঝিল জুনের অতিরিক্ত পুলিশ কমিশনার আতিকুল ইসলাম খান জানান, ব্যাংকের সিসি ফুটেজ দেখে প্রথমে ব্যাংকের সামনের টং দোকানদার হৃদয় (৩০) কে শনাক্ত করে পুলিশ। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে ডেমরা পুলিশ লাইনে ক্লোজ হয়ে থাকা পুলিশের দুই সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফকে ১০ লাখ টাকাসহ আটক করে।

পুলিশ আরও জানায়, দুপুর দুইটার দিকে ২০ লাখ টাকা জমা দিতে ব্যাংকের উক্ত শাখায় আসেন ব্যবসায়ী আব্দুলা আল মামুনের কর্মচারী আজিম উদ্দিন (২৪)। আড়াইটার দিকে টাকা জমা দেওয়ার লাইন থেকে পুলিশের পোশাক পরা দুই সদস্য তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে তার কাছ থেকে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ডেমরা পুলিশ লাইনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

তিনি আরও বলেন, ছিনতাইয়ের আরও ১০ লাখ টাকা উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন