Homeখেলাহাফ সেঞ্চুরির আফসোস নিয়ে ফিরলেন মাহমুদউল্লাহ

হাফ সেঞ্চুরির আফসোস নিয়ে ফিরলেন মাহমুদউল্লাহ

গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে জায়গা পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওই সিরিজের তিন ম্যাচেই মাঠে নেমে মোট ৭১ রান করেছিলেন তিনি। এরপরে আর বাংলাদেশের জার্সিতে ওয়ানডে খেলা হয়নি তার। এবার দীর্ঘ ছয় মাস পরে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও সুযোগ পেয়েছেন তিনি। তবে ম্যাচটিতে হাফ সেঞ্চুরি না পাওয়ার আফসোস নিয়ে মাঠ ছাড়েন রিয়াদ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। দলটি ৪৯.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৫৪ রান করে। জবাবে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

তবে হাল ধরার চেষ্টা করেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। দলীয় ৯২ রানে তামিম ফিরলেও ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে যান মাহমুদউল্লাহ। কিন্তু অভিজ্ঞ এই ব্যাটসম্যানও ফিরেছেন দলকে বিপদে রেখে। আউট হওয়ার আগে ৭৬ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে তিনি করেন ৪৯ রান।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন