Homeজাতীয়ভিসা নীতি নিয়ে আমি মাথা ঘামাই না: প্রধান বিচারপতি

ভিসা নীতি নিয়ে আমি মাথা ঘামাই না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘ভিসানীতি নিয়ে আমি এত মাথা ঘামাই না। এটা স্বাধীন–সার্বভৌম একটা রাষ্ট্র। এই রাষ্ট্র একাত্তর সালে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। তখন যারা ভয় দেখিয়েছে তারা স্বাধীনতার বিরোধিতা করেছে। আমি এতে বিচলিত নই। আর আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে বলবো–আমি কখনো আমেরিকা যাইনি, যাবও না।’

আজ সোমবার সুপ্রিম কোর্টে শেষ কর্মদিবসে ভিসানীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

এর আগে সারা দেশের জেলা আদালতে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার নির্মাণের অংশ হিসেবে রাজশাহী, চট্টগ্রাম ও নোয়াখালীসহ ১০ জেলায় ন্যায়কুঞ্জ নির্মাণকাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি বলেন, ‘আমি দায়িত্ব পালনকালে বিচার বিভাগের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছি। কখনো নিজের কিংবা পরিবারের কথা ভাবিনি। মামলার জট নিরসনে সারা দেশের বিচারকদের উৎসাহিত করেছি।’

কোনো আক্ষেপ আছে কি না এমন প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘এরকম আক্ষেপ নেই, ন্যায়কুঞ্জটা শেষ করে যেতে পারলে ভালো লাগত। রেকর্ড ভবনটা শেষ করতে পারলে, চারতলা বিশিষ্ট মসজিদ যেটা হচ্ছে সেটা শেষ করে যেতে পারলে ভালো লাগত। সব তো হয় না। আমার সময় তো একবছর আট মাস ছিল মাত্র। প্রতিটি মিনিট আমি কাজে লাগানোর চেষ্টা করেছি।’

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন