Homeসারাদেশসরাইলে মাইক্রোবাস চাপায় বীর মুক্তিযোদ্ধা নিহত

সরাইলে মাইক্রোবাস চাপায় বীর মুক্তিযোদ্ধা নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রোবাস চাপায় সৈয়দ শফিকুর রহমান (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া খাজা গরীবে নেওয়াজ সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সৈয়দ শফিকুর রহমান পৌর এলাকার পশ্চিম মেড্ডার শরীফপুরের মৃত সৈয়দ নূর তাজ মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সরাইলের কুট্টাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের ছেলের গাড়ির যন্ত্রাংশের দোকান রয়েছে। সকালে তিনি তার ছেলের দোকানে যান। সেখান থেকে তিনি ঢাকা-সিলেট মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহতাবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন