
আসন্ন সংসদ নির্বাচনে বিএনপিকে ভোটে পাঠাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি বলেন, সত্যিকারই যদি অবাধ সুষ্ঠু নির্বাচন চান, তবে নির্বাচন যারা বাধাগ্রস্ত করতে চায় সেই বিএনপিকে ভোটে আসতে বলুন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, কোনো হুমকি দিয়ে লাভ হবে না। এ দেশের মানুষ ভিসা নীতির পরোয়া করে না।
হানিফ বলেন, এক মাস পরে নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা। এমন সময়ে মানুষ যখন উন্নয়নের পক্ষে, তখন আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন বানচাল করতে রাজপথে নেমেছে বিএনপি-জামায়াত। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই বলেই নির্বাচন বানচাল করতে চায় বিএনপি।
এ সময় বেগম খালেদা জিয়া ইস্যুতেও কথা বলেন মাহবুবউল আলম হানিফ। তিনি বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘কিছু হলে আওয়ামী লীগের দায় হবে কেন? মামলা তো আওয়ামী লীগ সরকার করেনি। বিএনপির উচিত ছিল প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।’
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নাটক করছে। আপনারা আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন না কেন? তার কিছু হলে বিএনপি নেতাদেরই দায় নিতে হবে, অন্য কারো নয়।’
এ দেশের মানুষ ভিসা নীতির পরোয়া করে না জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে হানিফ বলেন, ‘সত্যিকারই যদি অবাধ সুষ্ঠু নির্বাচন চান, তবে নির্বাচন যারা বাধাগ্রস্ত করতে চায় সেই বিএনপিকে ভোটে আসতে বলুন। কোনো হুমকি দিয়ে লাভ হবে না। ষড়যন্ত্র কীভাবে মোকাবিলা করতে হয়, বাংলার মানুষ জানে। সব ষড়যন্ত্র মোকাবিলা করেই শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে বিজয় ছিনিয়ে আনব।’